ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসীদের দখলে ত্রিপোলি এয়ারপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
সন্ত্রাসীদের দখলে ত্রিপোলি এয়ারপোর্ট ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। ‘মিলিশিয়া অ্যালায়েন্স’ নামে সন্ত্রাসী গ্রুপগুলোর একটি জোট বিশ্বের একসময়কার ব্যস্ততম বিমানবন্দরটি দখলে নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



রোববার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বিমানবন্দরটি সন্ত্রাসীরা দখল করে নেওয়ায় নিন্দা জানিয়েছে দেশটির নবগঠিত সংসদ।

তবে মিলিশিয়া অ্যালায়েন্স জানিয়েছে, তাদের পরবর্তী টার্গেট সশস্ত্র বাহিনী।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, রাজধানীসহ মিসরাতা শহরের ইসলামপন্থি কয়েকটি গ্রুপ এই জোটভুক্ত হয়ে লড়াই করছে।

মিলিশিয়া অ্যালায়েন্সের এক মুখপাত্র দাবি করেন, বর্তমান সংসদ অবৈধ এবং সরকার পরিচালনায় ইসলামপন্থি জেনারেল ন্যাশনাল কাউন্সিলকে ‍আবারও দায়িত্ব নিতে হবে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, এখন পর্যন্ত ত্রিপোলির উপকণ্ঠে মিলিশিয়া অ্যালায়েন্স ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে লড়াই চলছে এবং বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

২০১১ সালে লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে উত্তর আফ্রিকার ভূ-মধ্যসাগর তীরবর্তী দেশটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। বেশ কিছু সরকারি ভবন ও কার্যালয় ইতোমধ্যে মিলিশিয়াদের দখলে চলে গেছে।

মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে লড়াই চলাকালে সম্প্রতি অ্যালায়েন্সকে লক্ষ্য কিছু অজ্ঞাত যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। রহস্যজনক ওই হামলার মধ্যেই ত্রিপোলি বিমানবন্দর দখলে নেয় মিলিশিয়া অ্যালায়েন্স।

ত্রিপোলি বিমানবন্দরসহ দেশজুড়ে এই যুদ্ধাবস্থার প্রেক্ষিতে লিবিয়ার সঙ্গে সবরকমের উড়োজাহাজ ফ্লাইট বাতিল করে মিশর ও তিউনিশিয়া। তবে, পশ্চিমারা এ ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।