ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোনকে টিজের প্রতিবাদ করে খুন হলেন ২ ভাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
বোনকে টিজের প্রতিবাদ করে খুন হলেন ২ ভাই

ঢাকা: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ব্যারেইলি জেলায় ইভটিজারের হাত থেকে বোনকে রক্ষা করতে গিয়ে খুন হলেন দুই ভাই।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে।



সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্যারেইলি জেলার ফরিদপুরের কড়পাইয়া গ্রামের এক স্কুলছাত্রীকে প্রায়ই বিরক্ত করতো সংবীর ও অনিল একইগ্রামের দুই বখাটে। গত বছর এই টিজিংয়ের জের ধরেই দুই পরিবারের মধ্যে ব্যাপক মারামারি বাধে। কিন্তু তবু ওই দুই বখাটে স্কুলছাত্রীটিকে টিজ করে যায়।

সংবাদ মাধ্যমগুলো জানায়, বোনকে বিরক্ত করার প্রতিবাদ জানানোয় তার দুই ভাই নরেন্দ্র ও রবিন্দ্র পালকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে সংবীর ও অনিল এবং তাদের পরিবারের লোকজন।

এ ঘটনায় সংবীর ও অনিলকে আটক করা হয়েছে। তৃতীয় অভিযুক্তকে আটক করার অভিযান চলছে।

স্থানীয়রা জানান, সংবীর-অনিলের পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের গ্রামের অনেক লোকজন নিষেধ করলেও টিজিং বন্ধ করতো না।

দুই ভাইকে খুন করার ঘটনা মীমাংসায় সালিশ ডেকেছে স্থানীয় পঞ্চায়েত কমিটি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।