ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে ইরান

ঢাকা: একটি ইসরায়েলি গোয়েন্দা বিমানকে (ড্রোন) ভূপাতিত করেছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর এলিট ফোর্স রেভ্যুলশনারি গার্ড বাহিনী এই দাবি করে।



ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর দিয়ে চক্কর দেয়ার সময় ওই ড্রোনটিকে (চালকবিহীন বিমান) বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। ড্রোনটি রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে রেভ্যুলশনারি গার্ড। তবে ইরানের এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

নাতাঞ্জ ইরানের প্রধান ইউরেনিয়া সমৃদ্ধকরণ কেন্দ্র। এখানে প্রায় ১৬ হাজার সমৃদ্ধ ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ রয়েছে।

মাঝে মাঝেই ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়ে থাকে ইসরায়েল।    পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার কঠোর সমালোচক দেশটি।

ইসরায়েলের দাবি আলোচনার মাধ্যমে কালক্ষেপণ করে ইরান মূলত পরমাণু বোমা তৈরির দিকে এগিয়ে চলেছে। তবে পরমাণু বোমা নির্মাণের পরিকল্পনার কথা প্রত্যাখ্যান করে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।