ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলায় ডাক্তারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
ইবোলায় ডাক্তারের মৃত্যু

ঢাকা: বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে ইবোলা ভাইরাস। এবার ইবোলার পরীক্ষামূলক প্রতিষেধক নেয়া তিন আফ্রিকানের মধ্যে মারা গেছেন এক লাইবেরিয়ান ডাক্তার।

 

সোমবার লাইবেরিয়ার তথ্যমন্ত্রী এ খবর নিশ্চিত করেন।

মৃত ড. আব্রাহাম বরবর ছিলেন সেদেশের সব চেয়ে বড় হাসপাতালের উপ প্রধান। তিনি প্রথম আফ্রিকান হিসেবে প্রতিষেধক নিয়েছিলেন।

অন্যদিকে অপরীক্ষিত প্রতিষেধক নেয়া দুই আমেরিকান এখনও বেঁচে আছেন। তবে ইবোলা আক্রান্ত স্প্যানিশ নাগরিক চিকিৎসা নিয়েও মারা যান।   

তথ্যমন্ত্রী লুইস ব্রাউন বলেন, বরবরের অবস্থা গতকাল ভালোর দেখালেও, হঠাৎ করেই খারাপের দিকে যায়।

এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা আক্রান্ত হয়ে এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।