ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লোকসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
লোকসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি!

ঢাকা: লোকসভা নির্বাচনে মোদী যাদুর ওপর ভর করে ভূমিধস বিজয় ছিনিয়ে অ‍ানলেও ওই রেশ কাটতে না কাটতেই উপনির্বাচনে ভরাডুবি হলো বিজেপির।

তবে কী ফিকে হয়ে আসছে মোদী যাদু? সোমবার ঘোষিত লোকসভা উপনির্বাচনের ফলাফল দেখে অনেকটা সে রকমই মনে হতে পারে।



সম্প্রতি ভারতের চারটি রাজ্যে লোকসভার উপনির্বাচনে ব্যাপক হারের শিকার হয়েছে বিজেপি। সরকার গঠনের ৩ মাসের মাথায় উপনির্বাচনে এমন ভরাডুবিতে দলের জনপ্রিয়তা কমছে বলে মনে করছেন অনেকেই।

সোমবার ১৫টি আসনের উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়।   স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উপনির্বাচনে ১০টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপিকে টেক্কা দিয়ে ৬টি আসন জিতেছে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল ও কংগ্রেসের মহাজোট।

বাকি চারটিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ১০ আসনের মধ্যে ছয়টিই বিজেপির ছেড়ে দেওয়া আসন ছিল।

উপনির্বাচনের আগে দীর্ঘদিনের বৈরিতা ভুলে বিজেপি ঠেকাতে জোট বাঁধেন বিহারের দুই পোড়খাওয়া রাজনীতিক নীতিশ কুমার ও লালুপ্রসাদ।   তাদের সঙ্গে হাত মেলায় রাজ্যে কোণঠাসা কংগ্রেসও।

নির্বাচনে জয়লাভের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুম্বাইয়ের এশিয়ান হার্ট হাসপাতালে চিকিৎসাধীন লালুপ্রসাদ যাদব।

টুইট বার্তায় তিনি বলেন, উপনির্বাচনে জোটের প্রার্থীদের জয়ী করার জন্য বিহারের সাধারণ জনগণকে অজস্র ধন্যবাদ। সারা দেশের মানুষ লোকসভা নির্বাচনে যে ভুল করেছিলেন, এবার তা সংশোধন করেছে বিহারের মানুষ।

এদিকে উপনির্বাচনে ভরাডুবির জন্য বিহারের স্থানীয় নেতাদেরই দায়ী করেছেন বিজেপির মুখপাত্র শাহনেওয়াজ হুসেইন।

তিনি বলেন, এ ফল গ্রহণযোগ্য নয়। এর দায় বিজেপির রাজ্য নেতাদের।

তবে উপনির্বাচনের ফলাফল লোকসভার সঙ্গে তুলনা না করার কথাও জানান এই নেতা।

গত মে মাসে অনুষ্ঠিত লোকসভা সাধারণ নির্বাচনে এলজেপি ও আরএলএসপির সঙ্গে জোট করে বিহারের ৪০টি আসনের মধ্যে ৩১টিতেই জয়ী হয় বিজেপি। কিন্তু উপনির্বাচনে লালু-নীতিশ এবং  কংগ্রেস জোটের কাছে টিকতেই পারেনি মোদী যাদু।

বিহারের ঢেউ আছড়ে পড়েছে কর্নাটকেও। উপনির্বাচনে কর্নাটকের তিনটি আসনের মধ্যে দুইটিতে জয়ী হয়েছে কংগ্রেস। বাকি একটিতে বিজেপি প্রার্থী জয় পেয়েছেন।

গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে রাজ্যের দখল নিলেও লোকসভায় রাজ্যের ২৮ আসনের মধ্যে মাত্র ৯ আসনে জেতে কংগ্রেস।

কর্নাটকের চিক্করি ও বেল্লারি আসনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। অন্যদিকে বেলগাঁওয়ের শিকারিপুর আসনটি পেয়েছে ক্ষমতাসীন বিজেপি।

পাঞ্জাব উপনির্বাচনে পাটিয়ালা আসনে জয়লাভ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রীনীত কাউর। এছাড়া তালওয়ান্দি সাবো আসনটিতে জয় পেয়েছেন আকালি দলের প্রার্থী জিত্‍ মোহিন্দর সিং সিধু।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।