ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘কাশ্মীর সীমান্তের পরিস্থিতি ৭১’এর পর সবচেয়ে ভয়াবহ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
‘কাশ্মীর সীমান্তের পরিস্থিতি ৭১’এর পর সবচেয়ে ভয়াবহ’

ঢাকা: কাশ্মীর সীমান্তের বর্তমান পরিস্থিতি ১৯৭১ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে দাবি করলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক-ভারত লড়াইয়ের পর এত ভয়াবহ আন্ত:সীমান্ত লড়াই আর হয়নি বলে উল্লেখ করেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক ডি কে পাঠক।



মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ডি কে পাঠক বলেন, জম্মু-কাশ্মীর সীমান্তে রাতভর অবিরাম গুলিবর্ষণ করছে পাকিস্তানি বাহিনী, যা ১৯৭১ সালের যুদ্ধের পর আমার দেখা সবচেয়ে ভয়াবহ।

গত কয়েকদিন ধরে পাক-ভারত সীমান্তের ‘লাইন অব কন্ট্রোল’ রেখা বরাবর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। গুলিতে দু্ইজন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ৩০০০ হাজার গ্রামবাসী এলাকা ছাড়া হয়েছেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের গুলিবর্ষণের বিষয়ে প্রশ্ন করা হলে পাঠক বলেন, আমাদেরকে গুলিবর্ষণের সঠিক জবাব দেওয়ার জন্য পরিষ্কারভাবে বলা হয়েছে।  

এর মধ্যেই পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের সিনিয়র কমান্ডাররা আজ সাক্ষাৎ করেছেন।

ভারতের দাবি, গত দুইদিন পাকিস্তান শান্তিচুক্তি ভঙ্গ করে অন্তত ২০ বার ‘লাইন অব কন্ট্রোলে’ গুলিবর্ষণে করেছে। পাকিস্তানের ‘মোটিভ’ বোঝা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪/ আপডেটেড: ১৮২০ ঘণ্টা.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।