ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. সুদানে জাতিসংঘের হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
দ. সুদানে জাতিসংঘের হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ ক্রু নিহত

ঢাকা: দক্ষিণ সুদানের গুরুত্বপূর্ণ শহর বেনতিউয়ে জাতিসংঘের একটি কার্গো হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির তিন ক্রু নিহত হয়েছেন।

তবে, বেঁচে গেছেন একজন।

মঙ্গলবার রাতে জাতিসংঘ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানায়

দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘ মিশনের পক্ষ থেকে জানানো হয়, কার্গো হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিন ক্রু নিহত হয়েছেন। তবে বেঁচে গেছেন এক ক্রু।

জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, এমআই-৮ হেলিকপ্টারটি তেলসমৃদ্ধ ইউনিটি রাজ্যের বেনতিউয়ে ভূপাতিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কিছু দিন আগেও বেনতিউর দখল-পুনর্দখল নিয়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে কয়েক দফা লড়াই হয়েছে। তবে সম্প্রতি দু’পক্ষই ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

ক’বছর আগে সুদান থেকে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে চলতি বছর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে কয়েক হাজার লোকের প্রাণহানি হয়েছে।

গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া দু’পক্ষের সংঘর্ষের জেরে উদ্বাস্তু হয়ে যাওয়া দেশটির ১৮ লাখ মানুষকে খাবার ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘ। কয়েক লাখ লোক জাতিসংঘের শরণার্থী শিবিরেই দিনাতিপাত করছে।

জতিসংঘের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, হেলিকপ্টারটির উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। এ দুর্ঘটনা তদন্তেও কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া, হেলিকপ্টারটি রাশিয়ান এয়ারলাইন্সের বলে দাবি করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানটির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪/আপডেট ০১৫৩ ঘণ্টা, আগস্ট ২৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।