ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের বিজয় দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
গাজায় ইসরাইলের বিজয় দাবি নেতানিয়াহুর ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজায় সদ্য সমাপ্ত সাত সপ্তাহব্যাপী সংঘর্ষে তার দেশের বিজয় হয়েছে।

নেতানিয়াহু বলেন সংঘর্ষে ফিলিস্তিনের ইসলাম পন্থী সংগঠন হামাসকে প্রচন্ড রকম আঘাত দেয়া হয়েছে এবং তাদের কোন দাবিই মেনে নেয়া হয়নি।



অন্যদিকে হামাসও এ যুদ্ধে তাদের জয় হয়েছে বলে দাবি করেছে এবং সংগঠনটি এ উপলক্ষ্যে গাজার রাস্তায় আনন্দ র‌্যালীও করেছে।

উল্লেখ্য, ৫০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মঙ্গলবার ইসরায়েল ও হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতীতে সম্মত হয়েছে।

ভয়াবহ  এ সংঘাতে ২২০০ এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৭, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।