ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিকারাগুয়ার খনিতে আটকে পড়াদের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
নিকারাগুয়ার খনিতে আটকে পড়াদের উদ্ধার

ঢাকা: নিকারাগুয়ার সোনার খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করাা হয়েছে।

প্রবল বৃষ্টিতে ভূমিধসের ফলে রাজধানী মানাগুয়া থেকে ২৬০ কিলোমিটার উত্তরপশ্চিমের শহর বোনানজার এই সোন খনিতে ২৫ শ্রমিক আটকা পড়েন।



২৪ ঘণ্টা পর শনিবার তাদের ২০ জনকে উদ্ধার করা হয় বলে জানান দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস নাজ্জার। খবর: বিবিসি, এএফপি

তবে তিনি বলেন, এখনো পাঁচ জন শ্যমিক নিখোঁজ আছেন। আমাদের বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করা যাবে।

এদিকে দেশটির রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র রোজারিও মোরিল্ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে, আমরা ২০টি প্রাণ রক্ষা করতে পেরেছি।

বোনানজার এলা কোমাল স্বর্ণ খনিটি ১৯৯৫ সাল থেকে কাজ শুরু করে। এটির মালিকানা রয়েছে কলম্বিয়ার একটি কোম্পানির হাতে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।