ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়াতেমালার গ্রাম থেকে ইহুদি বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
গুয়াতেমালার গ্রাম থেকে ইহুদি বহিষ্কার ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে গুয়াতেমালার গ্রাম থেকে বহিষ্কৃত হয়েছে এক দল কট্টরপন্থী ইহুদি। ধর্মীয় স্বাধীনতা খুঁজতে কানাডা থেকে গুয়াতেমালা আসার কয়েক মাস পরে এ ঘটনা ঘটল।



শনিবার লেভ তহুর নামে এ ইহুদি সম্প্রদায়কে সান জুয়ান লা লাগুনা গ্রাম থেকে বের করে দেয়ার খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। গ্রামটি গুয়াতেমালা শহর থেকে প্রায় ১৫০কি.মি. দূরে অবস্থিত।

নগর কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে শহরের ‘এল্ডারস কাউন্সিল’র ভোটে তাদেরকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেখানকার আদিবাসী ও পর্যটকদের সাথে বাজে আচরণকে কারণ হিসেবে দেখায় তারা।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩০. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।