ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ’র শীর্ষ পদে মোঘেরিনি ও ডোনাল্ড টাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
ইইউ’র শীর্ষ পদে মোঘেরিনি ও ডোনাল্ড টাস্ক

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ পদে নিয়োগ পেয়েছেন ইতালির ফেডারিকা মোঘেরিনি ও পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক।

ইইউ’র বৈদেশিক নীতির প্রধান হিসেবে ইতালির ফেডারিকা মোঘেরিনি এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক।



ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফেডারিকা মোঘেরিনি যুক্তরাজ্যের ক্যাথারিন অ্যাশটনের স্থলাভিষিক্ত হবেন।

ডোনাল্ড টাস্ক ২০০৭ সাল থেকে পোল্যান্ডের শীর্ষ নেতা হিসেবে পরিচিত। তিনি  পরবর্তী ইইউ সম্মেলনের সভাপতিত্ব করবেন।  

এ দু’জনের পূর্ণমেয়াদে নিয়োগের ফলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ তিনটি পদ পূর্ণতা লাভ করল। তারা যুগ্মভাবে ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট জে ক্লুড জাঙ্কারের সাথে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১১৫৭, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।