ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ত্রিপোলির মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ত্রিপোলির মার্কিন দূতাবাস

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির ‘পরিত্যক্ত’ মার্কিন দূতাবাস ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে একটি ইসলামপন্থি সশস্ত্র গ্রুপ। অবশ্য তাদের দাবি ভবন ও দূতাবাসের মূল্যবান সম্পদের নিরাপত্তা বিধান করতেই এর নিয়ন্ত্রণ নিয়েছে তারা।



লিবিয়ার সশস্ত্র মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই জোরদার হওয়ার প্রেক্ষিতে ত্রিপোলি থেকে নিজেদের কর্মীদের পার্শ্ববর্তী তিউনিসিয়ায় সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

দূতাবাস ভবনটি এরপর থেকে অনেকটা পরিত্যক্তই ছিলো। তবে কয়েকদিন আগে ভবনটির নিয়ন্ত্রণ নেয় ইসলামপন্থি সশস্ত্র গ্রুপ দি ডন অব লিবিয়া।

গ্রুপটি একজন কমান্ডার সংবাদমাধ্যমকে জানান, তাদের যোদ্ধারা দূতাবাস কম্পাউন্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। দূতাবাসের মূল্যবান সম্পদের নিরাপত্তা বিধানেই তারা এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।

দূতাবাস ভবন ও এর জিনিসপত্র অক্ষত রয়েছে বলে জানিয়েছে ত্রিপোলিতে অবস্থানরত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরাও। গত ২৬ জুলাই ওই দূতাবাস থেকে কর্মীদের তিউনিসিয়ায় সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

এদিকে লিবিয়ার বেনগাজীতে সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী এবং ইসলামপন্থি যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শনিবারের লড়াইয়ে কমপক্ষে দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
ইসলামপন্থি মিলিশিয়ারা হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকা ও বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোঁড়ে। এতে হাফতার অনুগত দশ যোদ্ধা নিহত এবং ২৫ জন আহত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।