ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় সম্মত ভারত-জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় সম্মত ভারত-জাপান ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার ওপর জোর দিতে সম্মত হয়েছেন।         

সোমবার জাপানে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতিতে এ কথা জানান।



মোদী আশা করছেন, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তির মতোই জাপানের সঙ্গে আরো একটি চুক্তি করতে তিনি সক্ষম হবেন।

এনপিটিতে স্বাক্ষর না করা ভারতের কাছে জাপান পরিষ্কার এই নিশ্চয়তা চায় যে ভারত তার পারমাণবিক পরীক্ষাসমূহ সীমিত করবে এবং জাপানকে পারমাণবিক চুল্লিসমূহ পরিদর্শন করতে অনুমতি দিবে।

জাপান পারমাণবিক চুল্লিসমূহ পরিদর্শন করে দেখবে যে, চুল্লিসমূহে শুধুমাত্র বিদুৎ উৎপাদন করা হচ্ছে, পারমাণবিক বোমা নয়।

এর আগে মোদী শনিবার জাপান পৌছান। চলতি বছরের মে মাসে লোকসভার নির্বাচনে বড় বিজয়ের পর এটিই মোদীর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

সমগ্র এশিয়ায় যখন চীনের আধিপত্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে তখন মোদীর এ সফরকে ভারত ও জাপানের মত গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে।

জাপান সফরের প্রাক্কালে মোদী গণমাধ্যমের কাছে বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে আমার এ সফর এশিয়ার পুরনো দুই গণতান্ত্রিক দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এতে আমাদের কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বও বাড়বে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।