ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্দোলনে সেনাবাহিনীর সমর্থন নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
আন্দোলনে সেনাবাহিনীর সমর্থন নেই

ঢাকা: চলমান সঙ্কটের সঙ্গে দেশটির সেনাবাহিনীর কোনো হাত নেই বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
 
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।



সংবাদমাধ্যম জানায়, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কিংবা তাহির উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) আন্দোলনে সেনাবাহিনী কোনো ধরনের সমর্থন দিচ্ছে না।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী দেশের অরাজনৈতিক প্রতিষ্ঠান। সেনাবাহিনী গণতন্ত্রকেই নিরঙ্কুশ সমর্থন দেয়। সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের বিতর্ক সৃষ্টি খুবই দুর্ভাগ্যজনক।

এর আগে পিটিআইয়ের সভাপতি জাভেদ হাশমি পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের বলেছিলেন, সেনাবাহিনীর সহায়তা ছাড়া আন্দোলনে এগুনো সম্ভব নয় বলে ইমরান খান তাকে জানিয়েছেন।

এ বক্তব্যের পরপরই সরাসরি বিবৃতি দিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।