ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় দশ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
সোমালিয়ায় দশ লাখ মানুষ দুর্ভিক্ষের শিকার ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্থ সোমালিয়ায় প্রায় দশ লাখ মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। জাতিসংঘ বলছে দেশটি দুর্ভিক্ষের খুবই সন্নিকটে।



সম্প্রতি জাতিসংঘ এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। তিন বছর আগে আফ্রিকার শিং হিসেবে খ্যাত সোমালিয়ায় দুর্ভিক্ষে প্রায় তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল।

জাতিসংঘ জানায় পূর্ব আফ্রিকার এই দেশটিতে ১০ লক্ষ ২৫ হাজার মানুষ সংকটময় অবস্থায় বা জরুরি অবস্থায় রয়েছে যা দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে।

গত জানুয়ারীতে এ সংখ্যা পাঁচ গুণ কম ছিল।

জাতিসংঘ ফুড সিকিউরিটি এ্যান্ড নিউট্রিশন এ্যনালাইসিস ইউনিট ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ফেমিন আর্লি ওয়ারর্নিং সিস্টেম নেটওয়ার্ক মঙ্গলবার যৌথভাবে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৭৪০, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।