ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বসনিয়ায় বিস্ফোরণে খনি ধস, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
বসনিয়ায় বিস্ফোরণে খনি ধস, নিহত ৫

ঢাকা: মাঝারি আকৃতির ভূমিকম্পের পর বিস্ফোরণে খনি ধসে বসনিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় খনিতে আটকে থাকার পর ২৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার খনি ধসের ওই ঘটনা ঘটে বলে শুক্রবার সন্ধ্যায় ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।

সংবাদমাধ্যম জানায়, ধসে পড়া জেনিকের খনিটি ভূপৃষ্ঠ থেকে ৫শ’ মিটার (১৬০০ ফুট) গভীরে অবস্থিত। খনিটি ধসে পড়ার পর শ্রমিকরা সেখানে আটকা পড়েন।

৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর গ্যাসলাইন বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।