ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতি শুধু কাগজ-কলমে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ইউক্রেনে যুদ্ধবিরতি শুধু কাগজ-কলমে ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় ইউক্রেনে চলমান যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। যুদ্ধবিরতি শুধু কাগজ-কলমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।



গত শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পর শনিবার রাত থেকে ফের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতে বন্দর নগরী মেরিপোলে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রোববার দিনব্যাপী চলতে থাকে।

বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ডোনেস্কের কাছে আর্টিলারি গুলির শব্দ শোনা গেছে। ডোনেস্কের পার্শ্ববর্তী স্পারটেক ও এয়ারপোর্ট এলাকায় দুই ঘণ্টার অধিক সময় ধরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে।
 
চলমান সংঘাত ও সংঘর্ষে কমপক্ষে ২৬০০ মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ তাদের বাসস্থান ছেড়েছে। এরই মধ্যে শুক্রবার ইউক্রেন, রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এক দিন যেতে না যেতেই শনিবার রাতেই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

পুনরায় সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার বিবৃতিতে বলেছে, বেসামরিক মানুষের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে সংঘর্ষ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

এদিকে, ক্রমাগিত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অর্থ, অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার ওপর চাপ বৃদ্ধির পরিকল্পনা করছে। এক্ষেত্রে সোমবার থেকে রাশিয়ার তেল কোম্পানি ও পরিরক্ষা সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময় : ০৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।