ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের হাদিথা বাঁধে আমেরিকার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ইরাকের হাদিথা বাঁধে আমেরিকার বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত হাদিথা বাঁধ এলাকায় বিমান হামলা চালিয়েছে আমেরিক। এর মধ্য দিয়ে ওই এলাকায় আইএস যোদ্ধাদের ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালাতো আমেরিকা।



হাদিতা বাঁধটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক স্টেটের যোদ্ধারা ওই এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে চেষ্টা চালিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ইরাকি সরকারের অনুরোধে এবং আমেরিকার নাগরিক ও স্থাপনাসমূহকে রক্ষা করতে হাদিথা বাঁধের পাশে ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালানো হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর চলমান হুমকি প্রতিরোধে ও বাঁধটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকি সেনাবাহিনীর হেলিকপ্টার অভিযানে অংশ নেয়। এ সময় তারা আইএস’এর যোদ্ধাদের অবস্থানকে লক্ষ করে অভিযান পরিচালনা করে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর ভবিষ্যতের সব হুমকি দুর করতে এ অভিযান চালানো হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

বাংলাদেশ সময় : ০৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।