ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজপরিবারে দ্বিতীয় অতিথি আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
রাজপরিবারে দ্বিতীয় অতিথি আসছে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ঢাকা: ব্রিটিশ রাজসিংহাসনে আবারও নতুন অতিথি আসছে। ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন সন্তানসম্ভবা।



কেনিংসটন প্যালেসের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

কেনিংসটন প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, কেট মিডলটন দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন। উভয়ের পরিবারই এ সংবাদে দারুণ খুশি।

গত বছরের জুলাইতে প্রথম সন্তানের মা হন ডাচেস অব কেমব্রিজ। ২০১১ সালের এপ্রিল মাসে কেটকে বিয়ে করেন ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম।  

এই দম্পতির প্রথম সন্তান জর্জের জন্মবার্ষিকী পালনের দুই মাসের মাথায় দ্বিতীয় সন্তানের ঘোষণা আসলো।

সবকিছু ঠিকঠাক থাকলে ৩২ বছর বয়সী কেট আগামী বছরে মা হবেন। এর আগে নিজেই একাধিকবার পরিবার বড় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

প্রথমবারের মতো এবারও কেট মিডলটন হাসপাতালে না থেকে কেনিংসটন প্যালেসে ডাক্তারের তত্ত্বাবধানে আছেন। এর কারণে অক্সফোর্ডে ‍অ্যানগেজমেন্ট অনুষ্ঠানে তিনি প্রিন্স উইলিয়ামেসর সঙ্গে থাকতে পারছেন না।

এছাড়া চলতি মাসে কেটের প্রথম একাকী বিদেশ সফর মালাটায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এরমধ্যেই কেটের গর্ভপাতের গুঞ্জণও শোনা যাচ্ছে। এ ব্যাপারে ক্লিয়ারেন্স হাউজ থেকে জানানো হয়, প্রথম গর্ভধারণের মতো এবারও কেটের কিছু শারিরীক সমস্যা হচ্ছে। তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নতুন অতিথি ছেলে বা মেয়ে যাই হোক তিনি রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী হচ্ছেন।
দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইটে জানান, দ্বিতীয় সন্তান আসছে এমন সংবাদে তিনি আনন্দিত।

ব্রিটিশ শাসনাধীন স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী আলেক্স স্যালমন্ড বলেন, এটি যেকোনো পরিবারের জন্য খুশির সংবাদ। স্কটল্যান্ডের জনগণের পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪/আপডেট: ১৭৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।