ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া ও ইরাক আমার দায়িত্বের প্রথম অগ্রাধিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
সিরিয়া ও ইরাক আমার দায়িত্বের প্রথম অগ্রাধিকার

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের পর জেইড আল-হোসেইন সিরিয়াকে ‘জান্তবঘর’ হিসেবে ও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে জাতিগত নিধন ও সহিংসতা ছড়ানোর জন্য দায়ী করেছেন।

মানবাধিকার কাউন্সিলের দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম বক্তব্যে জেইড আল-হোসেইন জানান, জরুরি ভিত্তিতে তার প্রথম কাজ হচ্ছে, ইরাক ও সিরিয়ায় বিবদমান লড়াই থামানো।



তিনি এটাও বলেন, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ইউক্রেনে তিন হাজার লোক নিহত হয়েছেন।

কূটনীতিবিদ হিসেবে সুনাম অর্জনকারী এই মানবাধিকার নেতা আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাতেও অনেক সুনাম কুড়িয়েছেন। জেইড-ই প্রথম একজন মুসলিম ও আরব বিশ্ব থেকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেন।  

মানবাধিকার কাউন্সিলের দায়িত্ব গ্রহণের আগে জেইড আল-হোসেইন জর্দানে ও ইরানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি এ মাসের ১ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।