ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় বর্বরতার প্রতিবাদ

কাজ করতে অস্বীকৃতি ইসরায়েলি গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
কাজ করতে অস্বীকৃতি ইসরায়েলি গোয়েন্দাদের

ঢাকা: গাজা সহ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দমন পীড়নে অংশ নিতে অস্বীকৃতি জানালো ইসরায়েলের একদল সামরিক গোয়েন্দা সদস্য।

গত বৃহস্পতিবার এক খোলা চিঠিতে ইসরায়েলি সামরিক বাহিনীর এলিট ইন্টিলিজেন্স ইউনিটের ৪৩ জন সদস্য অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কোনো অভিযানে অংশ না নেওয়ার কথা জানান।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী, সামরিক বাহিনী এবং সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের কাছে লেখা ওই খোলা চিঠি বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

চিঠিতে বলা হয়, ‘আমরা ইউনিট ৮২০০ এর সাবেক ও বর্তমান রিজার্ভ সেনারা অধিকৃত ভূখণ্ডে সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে কোনো দমনমূলক কর্মকাণ্ড এবং ওই এলাকায় সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়ানোর কার্যক্রমে অংশ নেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করছি।

চিঠিতে একই সঙ্গে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিটের সব সাবেক, বর্তমান ও ভবিষ্যত সেনা এবং ইসরায়েলের সব নাগরিকের প্রতি চলমান এই অন্যায়ের প্রতিবাদ জানাতে এবং এই ধরণের অন্যায্য কর্মকাণ্ডের অবসানের ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

চিঠিতে স্বাক্ষরকারী এক সেনা স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেন, তিনি মনে করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে রাজনৈতিক, এর সঙ্গে সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তাজনিত কোনো সমস্যার সংযোগ নেই।

ইসরায়েলি গোয়েন্দা সদস্যদের এই চিঠি এমন এক সময় প্রকাশ হলো যখন গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংসতা চালানোর কারণে ঘরে বাইরে ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে।

৮২০০ ইউনিটকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে মেধাবী এবং চৌকস ইউনিট হিসেবে অভিহিত করা হয়।

এদিকে এ চিঠির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ইউনিটের সাবেক কমাণ্ডার বিগ্রেডিয়ার জেনালে হেনান গেফেন চিঠির লেখকদের বিশ্বাসঘাতক অভিহিত করে বলেছেন, এদেরকে ইউনিট থেকে প্রত্যাহার করে কারাগারে পাঠিয়ে বিচারের সম্মুখীন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।