ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন সামরিক জোটের বোমা বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
সিরিয়ায় মার্কিন সামরিক জোটের বোমা বর্ষণ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের জেট থেকে বোমা বর্ষণ করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতভর এই বোমা বর্ষণ করা হয়।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে জানান, সামরিক প্লেন সিরিয়ার পশ্চিম শহর কোবানিতে (আইন আল-আরব) রাতভর বোমা বর্ষণ করে। তবে যাদের ওপর বোমা বর্ষণ করা হয়, তাদের কেউই সিরিয়ান নন।

এর আগে আইএসের জঙ্গি বাহিনী কুর্দি অধ্যুষিত কোবানি শহরে সহিংসতা করলে ভয়ে সেখান থেকে এক লাখ ৩০ হাজার কুর্দি সম্প্রদায়ভুক্ত লোকেরা দেশ ছেড়ে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।