ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকোয় বিনিয়োগ করে ৭৫ কোটি মার্কিন ডলার লোকসান দিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট।
টেসকো ও বাফেটের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’র ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
সূত্রগুলো জানায়, প্রতিবছর গড়ে ৪৭ শতাংশ করে শেয়ার পতন হচ্ছে টেসকোর। অসঙ্গত হিসাব দেখানোর কারণে চলতি বছরই ৪৩ শতাংশ শেয়ার পড়ে যায় প্রতিষ্ঠানটির।
‘ওরাকল অব ওমাহা’ খ্যাত বাফেট টেসকোর দারুণ শুভাকাঙ্ক্ষী। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০০৭ সাল থেকে তিনিও ব্যবসা শুরু করেন। কিন্তু গত মাসে রিটেইলারটি ২০ ভাগ লোকসানে পড়ায় গচ্চা দেওয়ার খাতা বড় হতে থাকে বাফেটের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’র’।
অর্ধবছরে টেসকো ৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করেছে বলে সম্প্রতি জোর দাবি করার পর সোমবারই প্রতিষ্ঠানটির ১২ শতাংশ শেয়ার পড়ে যায়।
বার্কশায়ার হ্যাথাওয়ে’র এক বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ওয়ারেন বাফেট যখন টেসকোর ৩০ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৭৬টি শেয়ারের মালিক ছিলেন তখন প্রতিষ্ঠানটিরর ইক্যুইটি পরিবর্তন হয় মাত্র একশ’ কোটি মার্কিন ডলার। যা মোট শেয়ারের ৩.৭ শতাংশ। অথচ অর্ধবছরে তাদের আয় দেখানো হয় ৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। হিসাবের এ অসঙ্গতিতেই টেসকোর শেয়ার দাম নিম্নগামী হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪