রিয়াদ: সৌদি আরবের জাতীয় দিবস উদযাপনকালে দেশটির এক নারীর ঘোড়ায় চড়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচন ও সমালোচনার ঝড়।
ভিডিও ক্লিপে দেখা যায়, স্থানীয় একটি বিনোদন কেন্দ্রে সৌদি আরবের পতাকা হাতে নিয়ে ওই নারী ঘোড়ার পিঠে সওয়ার হন। ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোডের পর পরই শুরু হয় তোলপাড়। তবে ভিডিও আপলোডকারী ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার হওয়া ওই নারীর নাম পরিচয় প্রকাশ করেননি।
অনলাইনে ওই নারীর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য আসতে থাকে। কারো মতে ওই নারী আইন ভঙ্গ করেছেন আবার কারো মতে ওই নারী তার মধ্যকার তীব্র দেশপ্রেমের বহিপ্রকাশ ঘটিয়েছেন।
ওই নারীর পক্ষে কিছু লোক তার সাহসের প্রশংসা করে বলেন, ‘ওই নারী আসলে দেশের গর্ব। তার কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে।
অন্যদিকে তার সমালোচকরা বলছেন, ‘ওই নারী ঘোড়ায় চড়ে পতাকা বহনের মাধ্যমে ধর্মীয় ও ঐতিহ্যগত রীতিনীতিকে ভঙ্গ করেছেন। ’
একজন ব্লগার লিখেছেন, এটা সত্য যে নারীরা আগে যোগাযোগের জন্য ঘোড়ায় চড়ত। তবে প্রদর্শনের জন্য তারা কখনোই ঘোড়ায় চড়েনি।
অন্য আরেকজন দাবি করেন, শুধুমাত্র বামপন্থী চিন্তাধারার মানুষরাই ওই নারীকে সমর্থন করবে। কারণ তারা চায় আমাদের নারীরা বোরখা ছেড়ে বাইরে বের হয়ে আসুক। তারা এর আগেও চেয়েছিল যাতে নারীরা গাড়ি চালায়, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।
তৃতীয় একটি পক্ষ নারীদের ঘোড়ায় চড়ার বিষয়টিকে অনুমোদন করলেও জনসম্মুখে নারীর ঘোড়া হাঁকানোর বিরোধী। তাদের মতে, নারীরা ঘোড়া হাঁকাতেই পারে তবে তা হবে পারিবারিক পরিবেশে এবং অবশ্যই মানুষকে দেখানোর জন্য নয়।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪