ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গজনীতে তুমুল সংঘর্ষ

১২ আফগানের শিরশ্ছেদ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
১২ আফগানের শিরশ্ছেদ করলো তালেবান

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান জঙ্গিদের তুমুল সংঘর্ষ চলছে। পাঁচ দিন ধরে চলমান সংঘর্ষে ১২ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা।

একইসঙ্গে প্রদেশের একটি জেলার অর্ধশতাধিক বাড়িও গুড়িয়ে দিয়েছে তালেবান সদস্যরা

প্রাদেশিক সরকার ও স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গজনীর আজরেস্তান জেলা নিয়ন্ত্রণে নিতে তালেবান জঙ্গিরা হামলা চালালে প্রতিরোধ গড়তে চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। এতে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ১২ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদসহ নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যকেও হত্যা করে জঙ্গিরা।

সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা আজরেস্তান জেলার এ চিত্রকে আফগানিস্তানের বর্তমান অবস্থার উদাহরণ মাত্র বলছেন।
 
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরাকে তালেবান জঙ্গিরা জানায়, তারা কাবুলের ৩০০ কিলোমিটার দূরের আজরেস্তান দখলের পরিকল্পনা করেছে। লক্ষ্য বাস্তবায়নে সেখানে কয়েকশ’ যোদ্ধা পাঠানো হয়েছে।

প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় চার শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য আজরেস্তানে পাঠানো হয়েছে, তবে এখনও জেলাটির মূলকেন্দ্র পুনর্নিয়ন্ত্রণে নিতে পারেনি সরকারি বাহিনী।

তালেবান জঙ্গিরা জেলার অনেক সড়ক দখলে নিয়ে নিরাপত্তা বাহিনীকে কোনঠাসা করে ফেলেছে বলেও ইঙ্গিত দেন কর্মকর্তারা।

গজনীর ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমদী বলেন, আজরেস্তান পরিস্থিতি সামাল দিতে বিমান হামলা ছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।