ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারকের পুনর্বিচারের রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
মোবারকের পুনর্বিচারের রায় স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পুনর্বিচারের রায় স্থগিত করেছেন আদালত। আগামী ২৯ নভেম্বর রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে।



একইসঙ্গে সাবেক সাত পুলিশ কমান্ডার ও তার দুই ছেলের রায়ও স্থগিত করা হয়েছে।

শনিবার মিশরের এক আদালত রায় স্থগিত করেন। এদিন আদালতে ৮৬ বছর বয়সী মোবারক উপস্থিত ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন পুত্র ও সাবেক এক মন্ত্রী।  

২০১১ সালে দেশটিতে গণআন্দোলনে প্রেসিডেন্ট থাকাকালে হত্যা ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেবারই গণআন্দোলনে মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। দীর্ঘ তিন দশক তিনি মিশরের শাসনে ছিলেন। তার নির্দেশেই শত শত বিক্ষোভকারীকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০১২ সালে দোষী সাব্যস্ত হলে আদালত মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু পরে সেই রায় বাতিল হয়ে পুনর্বিচার শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এপর্যন্ত বেশ কয়েকবার রায় স্থগিত করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।