ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ের আন্দোলনকারীদের চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
হংকংয়ের আন্দোলনকারীদের চীনের হুঁশিয়ারি সংগৃহীত

ঢাকা: হংকংয়ে গণতন্ত্রের জন্য আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই আন্দোলনকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন।



ওয়াশিংটন সফররত ওয়াং বলেন, বিষয়টি চীনের ‘অভ্যন্তরীণ ব্যাপার’। আন্দোলন অব্যাহত থাকলে ‘অকল্পনীয় পরিণাম’ ভোগ করতে হবে।

বিবিসি অনলাইন জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আন্দোলন নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। চীনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র বলছে, এই আন্দোলন বেইজিং এর জন্য হুমকি।

হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে অক্যুপাই সেন্ট্রাল মুভমেন্ট।
 
বৃহস্পতিবার রাতের মধ্যে লিউং পদত্যাগ না করলে সরকারি ভবন দখলের হুমকি দিয়েছেন তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার রাতব্যাপী ৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীরা লিউং এর কার্যালয়ের চারপাশে অবস্থান নেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর, সরকারি ভবনের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।