ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে হামলা চালাবে অস্ট্রেলিয়া-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
আইএস দমনে হামলা চালাবে অস্ট্রেলিয়া-তুরস্ক

ঢাকা: ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৪০টি দেশের জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করল অস্ট্রেলিয়া।



ইরাকে আইএস ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ও তাদের আরব মিত্ররা বোমা হামলা করছে দুই সপ্তাহ ধরে। সেখানে ফাইটার জেট দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া। অবশ্য, ইউরোপীয়ান দেশগুলো শুধুমাত্র ইরাকে হামলা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, আইএস বিশ্ববাসীর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা অবশ্যই থামাতে হবে।

এদিকে বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট দেশটির সরকারকে সিরিয়া ও ইরাক সীমান্তে অভিযান চালানোর অনুমতি দিয়েছে।

একইসঙ্গে তুরস্কের সীমান্তে থেকে সামরিক ঘাঁটি ব্যবহার করে বিদেশী সেনাদের আইএস ঘাঁটিতে হামলার অনুমোদনও দিয়েছে পার্লামেন্ট।

খবর বেরিয়েছে, সিরিয়ান উদ্বাস্তুরা সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কের সীমান্তে অবস্থান করছেন। তাদের জন্য আইএস জঙ্গিরা তুরস্কের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। এরমধ্যেই হামলার অনুমতি দিল তুরস্ক।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।