ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক সফরে আফগানিস্তানে ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
আকস্মিক সফরে আফগানিস্তানে ক্যামেরন ছবি: সংগৃহীত

ঢাকা: কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক আফগানিস্তান সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

শুক্রবার স্থানীয় সময় সকালে কাবুলে পৌঁছান তিনি।

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গণি দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো বিশ্ব নেতা হিসেবে দেশটি সফর করছেন ক্যামেরন।

আশরাফ গণির সঙ্গে সাক্ষাৎকালে ক্যামেরন বলেন, আফগানিস্তানের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক বন্ধুত্ব ও সহযোগিতার। এ সম্পর্ক অটুট থাকবে।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তানের অন্যতম সহযোগী যুক্তরাজ্য। আফগান সরকারকে সহযোগিতার জন্য ১৩ বছর ধরে ব্রিটিশ সেনাসদস্যরা সেখানে অবস্থান করছেন।

অপরদিকে, দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে নিহত সব ব্রিটিশ সেনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান আফগান প্রেসিডেন্ট আশরাফ।

পাশাপাশি নিহত ও আহত সেনা কর্মকর্তার প্রতি ডেভিড ক্যামেরনও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশে সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।