ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩২ কোটি ডলারে ১৭৫টি সংবাদপত্র কিনলো পোস্টমিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
৩২ কোটি ডলারে ১৭৫টি সংবাদপত্র কিনলো পোস্টমিডিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: কানাডা ভিত্তিক কিউবেকর ইনকরপোরেশনের কাছ থেকে ৩১ কোটি ৬০ লাখ নগদ ডলারের বিনিময়ে ১৭৫টি ইংরেজি ভাষার সংবাদপত্র কিনে নেওয়ার চুক্তি করেছে কানাডিয়ান মিডিয়া কোম্পানি পোস্টমিডিয়া নেটওয়ার্ক কানাডা করপোরেশন। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর প্রকাশনা ও ডিজিটাল সামগ্রীকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বাংলানিউজ রিপোর্ট।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পোস্টমিডিয়ার প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পল গডফ্রে জানান, ৩০ বছর ধরে আমরা যে ব্যবসা করছি সেগুলোর পাশাপাশি ভ্যানকুভার সান, কালগেরি হেরাল্ড, এডমন্টন জার্নালও পরিচালনা করবো। বাংলানিউজ রিপোর্ট।

অপর এক বিবৃতিতে পোস্টমিডিয়ার বোর্ড চেয়ারম্যান রড ফিলিপস বলেন, কানাডার সংবাদপত্র শিল্পের ভবিষ্যত বিকাশ ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ চুক্তি। কানাডার সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত বেশ কয়েকটি মিডিয়া ব্র্যান্ডকে একত্রিত করতে পারায় আমরা আনন্দিত, যোগ করেন তিনি। বাংলানিউজ রিপোর্ট।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।