ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা গরবাচেভ অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা গরবাচেভ অসুস্থ

ঢাকা: সাবেক সোভিয়েত ইউনিয়নের (ইউনিয়ন অব সোভিয়েট সোস্যালিস্ট রিপাবলিকস-ইউএসএসআর) কমিউনিস্ট পার্টির শেষ নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গরবাচেভ গুরুতর অসুস্থ বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া নোভোস্তি খবর দিয়েছে।

সংবাদসংস্থাটি মিখাইল গরবাচেভকে উদ্ধৃত করে জানায়, গুরুতর অসুস্থ হলেও বেঁচে থাকার জন্য তিনি নিজের সঙ্গে লড়াই করছেন।



মিখাইল গরবাচেভ বলেন, আমি এক সপ্তাহ ধরে আমার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যদিও আজ আমি হাসপাতালে ভর্তি। আমার শারীরিক অবস্থারও অবনতি ঘটছে। আমাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, আপনারা আমার চরিত্র সম্পর্কে জানেন। আমি  বেঁচে থাকার জন্য লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ।

মূলত ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নে ভাঙন শুরু হয়। ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গরবাচেভ একটি সমঝোতাতে সই করেন। এতে করে ২৬ ডিসেম্বর থেকে সোভিয়েতভুক্ত দেশগুলো স্বাধীন বলে গণ্য হয়। ফলে সারাবিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলনও হোঁচট খায়।

এরপর পূর্ব ইউরোপের অনেক দেশ থেকে সমাজতান্ত্রিক অর্থনীতি পরিত্যক্ত ঘোষিত হয় এবং দেশগুলো ফের পুঁজিবাদে ফিরে যায়। অপরদিকে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার জন্য বিশ্বের সমাজতন্ত্রীরা মিখাইল গরবাচেভকেই দায়ী করেন।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।