ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুদহুদ উপদ্রুত এলাকায় যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
হুদহুদ উপদ্রুত এলাকায় যাচ্ছেন মোদি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হুদহুদ উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি হুদহুদ কবলিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম নগরী ও এর আশপাশের এলাকায় আকাশ জরিপ চালাবেন।



রাজ্য সরকারের ‌উপদেষ্টা (তথ্য) পরাকাল প্রভাকর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।  

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি করছেন। তিনি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীকে ‍অবহিত করবেন বলেও জানা গেছে।

এরই মধ্যে হুদহুদকে তিনি ভয়াবহ ‘জাতীয় দুর্যোগ’ অভিহিত করে এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ‌উঠতে কেন্দ্রীয় সরকারের কাছে ২ হাজার কোটি রূপি অনুদানের ‍আবেদন জানিয়েছেন।

অন্ধপ্রদেশের দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ জানিয়েছে, ১ কোটি ৩৫ লাখের ও বেশি মানুষ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে ৫ লাখ ৬২ হাজার মানুষকে।

বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট এই ঝড়ের আঘাতে গত শনিবার (১২ অক্টোবর) অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।