ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ভংফংয়ের প্রভাবে প্রবল বর্ষণ, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
জাপানে ভংফংয়ের প্রভাবে প্রবল বর্ষণ, আহত ২৮ ছবি: সংগৃহীত

ঢাকা: টাইফুন (ঘূর্ণিঝড়) ভংফং জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়া এবং কিউশুতে আঘাত হানতে যাচ্ছে। সেটি ধীরে ধীরে প্রচণ্ড গতি পেয়ে ‘সুপার টাইফুন’-এ পরিণত হচ্ছে।



টাইফুন ভংফং রোববার সকাল নাগাদ কিউশু দ্বীপে অভিমুখে এগিয়ে যাচ্ছে। টাইফুন ভংফংয়ের প্রভাবে সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আর এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।

এক সপ্তাহে দ্বিতীয় টাইফুন জাপানের দ্বীপ দুটিতে আঘাত হানতে যাচ্ছে। এ ঘটনায় দ্বীপ দুটি থেকে দেড়লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, টাইফুন ভংফং প্রতি ঘণ্টায় ১৮০ কিমি (১১০ মাইল) গতিবেগে এগিয়ে যাচ্ছে ও ক্রমাগতভাবে এটি একটি ‘সুপার টাইফুন’-এ পরিণত হচ্ছে। সোমবার সকাল নাগাদ তা কিউশু দ্বীপে আঘাত হানতে পারে।

এদিকে, কর্তৃপক্ষ কিউশু দ্বীপে ভূমিধস ও প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে দ্বীপটিতে ইলেকট্রিসিটি সরবরাহ সাময়িকভাবে ও বুলেট ট্রেনের যাত্রা স্থগিত রেখেছে।

গত সপ্তাহে টাইফুনের আঘাতে ওকিনাওয়া দ্বীপে মার্কিন বিমান বাহিনীর  তিন সদস্য সাগরে ভেসে যান। এই দ্বীপে মার্কিন বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।