ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় হুদহুদ

বিশাখাপত্তম এখন বিধ্বস্ত নগরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
বিশাখাপত্তম এখন বিধ্বস্ত নগরী

ঢাকা: ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ভারতের অন্ধ্র প্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তম। ঘূর্ণিঝড় হুদহুদে ভারতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার ১৬ জনই বিশাখাপট্টমে।



ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছে নগরীর বিমানবন্দর। বিমানবন্দরটির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর রানওয়েও। এক সপ্তাহের আগে স্বাভাবিক কার্যক্রমে ফেরা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

এছাড়া গত তিনদিন থেকে বিদ্যুৎহীন রয়েছে  বিশাখাপত্তম। তবে মঙ্গলবার থেকে নগরীর কোনো কোনো অংশে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে জানা গেছে।   ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাখাপত্তম সহ অন্ধ্র প্রদেশের অন্যান্য এলাকার মোবাইল নেটওয়ার্কও।

ভারতের ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ এর সদস্যরা রাস্তা পরিষ্কার এবং রেলওয়ে নেটওয়ার্ক পুনঃস্থাপনের কাজ শুরু করেছে।

এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৫টি বিশেষ দল গঠন করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এছাড়া মঙ্গলবার বিশাখাপত্তম সহ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 
রোববার ঘণ্টায় প্রায় দুইশ’ কিলোমিটার বেগে বিশাখাপত্তমে আঘাত হানে হুদহুদ।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।