ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সেন্ট্রাল কমান্ডের টুইটার-ইউটিউব হ্যাক করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মার্কিন সেন্ট্রাল কমান্ডের টুইটার-ইউটিউব হ্যাক করেছে আইএস

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করেছে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) ইসলামী জঙ্গি সংগঠন।

হ্যাক করে সেখানে একটি বার্তা পাঠানো হয়েছে।

তাতে লেখা রয়েছে- মার্কিনি সৈন্যরা, আমরা আসছি, তোমাদের প্রতি লক্ষ রাখছি।

হ্যাকিংয়ের আগে সামরিক বাহিনীর কিছু তথ্য সেন্টকমের টুইটারে আপলোড করা ছিল।

এ বিষয়ে সেন্টকম সংবাদমাধ্যমকে জানায়, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর থেকে সেন্টকমের অ্যাকাউন্টে আর কোনো টুইট (ক্ষুদে বার্তা) দেখা যায়নি।

এই হ্যাকিংয়ের ঘটনা এমন সময় ঘটলো যখন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার সিকিউরিটির ওপর বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, বারাক ওবামার মুখপাত্র জোস আর্নেস্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার সেন্টকমের হ্যাকিংয়ের বিষয়ে নজর রাখছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, হ্যাকিংয়ের ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর। কিন্তু এটা সাইবার নিরাপত্তার ওপর আঘাত নয়।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।