ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ার এশিয়ার ককপিটের ভয়েস রেকর্ডারের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এয়ার এশিয়ার ককপিটের ভয়েস রেকর্ডারের সন্ধান

ঢাকা: জাভা সাগরে বিধ্বস্ত এয়‍ার এশিয়ার কিউজেড৮৫০১ উড়োজাহাজের ককপিটের ভয়েস রেকর্ডারের সন্ধানের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ খবর জানিয়েছে।



এর আগে সোমবার (১২ জানুয়ারি) উড়োজাহাজটির ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) উদ্ধার করা হয়।

এ দু’টি ডিভাইস (ব্ল্যাক বক্স, ভয়েস রেকর্ডার) তদন্তকারী দলকে উড়োজাহাজটি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার ইন্দোনেশিয়ান উদ্ধারকারী দলের প্রধান সোয়েলিস্তো বলেন, ব্ল্যাক বক্স উদ্ধারের সংবাদের পর আমরা এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডিভাইস ককপিটের ভয়েস রেকর্ডার খুঁজছি।

১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর ভোরে ‌ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই এয়ার এশিয়ার কিউজেড৮০৫১ ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। অ এরপর আঞ্চলিক ও  আন্তর্জাতিক সহযোগিতায় উড়োজাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে ইন্দোনেশিয়া।

এখন পর্যন্ত উড়োজাহাজের প্রায় অর্ধশত আরোহীর লাশ উদ্ধারের দাবি করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এর আগে, ৭ জানুয়ারি জাভা শহরের কাছে উড়োজাহাজটির টেইলের (পেছনের অংশ) সন্ধান পায় অনুসন্ধানকারী দল।

এরপর রোববার (১১ জানুয়ারি) সোনার স্ক্যানের (সাগরে কোনো কিছু শনাক্ত করার যন্ত্র) মাধ্যমে সমুদ্রপৃষ্ঠে ‘বিধ্বস্ত’ উড়োজাহাজটির মূল কাঠানো শনাক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।