ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসদমনে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সন্ত্রাসদমনে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ঢাকা: সন্ত্রাসদমনে একসঙ্গে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

স্থানীয় সময় শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা-ক্যামেরুন এ সম্মতি প্রকাশ করেন।


 
সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আমাদের দুঃখ, বেদনা ও ধ্বংসের কারণ সন্ত্রাসী কার্যক্রম। আশার কথা এই, সম্মিলিতভাবেই আমরা সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হবো।

পাশে দাঁড়ানো ক্যামেরন বলেন, কাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছি, তা আমরা জানি। তবে এও জানি, কিভাবে জিতবো।

এসময় প্যারিসে হামলাকারীদেরকে ‘ধর্মান্ধ’, ‘মৃত্যুদূত’ বলে অভিহিত করেন ক্যামেরন।

ওবামা আরো জ‍ানান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ও জঙ্গি নির্মূলে করণীয় নির্ধারণে আগামী ফেব্রুয়ারিতে একটি সম্মেলনের আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

সাইবার নিরাপত্তা জোরদারে যৌথভাবে একটি ‘সাইবার সেল’ গঠন করার কথাও জানিয়েছে দেশ দু’টি। চলতি বছরের শেষ নাগাদ ওই সেলের পক্ষ থেকে লন্ডন ও নিউইয়র্কের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলার একটি মহড়া দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।