ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোস্টা কনকর্ডিয়া ডুবি

ক্যাপ্টেনের ১৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ক্যাপ্টেনের ১৬ বছরের কারাদণ্ড

ঢাকা: ইটালিয়ান জাহাজ কোস্টা কনকর্ডিয়া‍ ডুবিতে হতাহতের ঘটনায় ক্যাপ্টেনকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানুষ হত্যার দায়ে ক্যাপ্টেন ফ্রান্সেসকো শেটিনোকে এ সাজা দেন দেশটির আদালত।



বুধবার রায় পড়ে শোনানোর সময় আদালতে উপস্থিত ছিলেন শেটিনো।

২০১২ সালে তীরে ধাক্কা লেগে প্রমোদতরী কনকর্ডিয়া ডুবি যায়। এতে ৩২ জন নিহত হন।

তীরের খুব কাছ দিয়ে জাহাজ চালানো এবং প্যাসেঞ্জার ও নাবিকদের রেখে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

শেটিনো তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী জানান, নাবিকদের সম্মিলিত ব্যর্থতায় জাহাজটি ডুবে যায়। এমন দুর্যোগের জন্য তার মক্কেলের সঙ্গে অন্যদেরও শাস্তি হওয়া উচিত।

৫৪ বছর বয়সী শেটিনো রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ১৯ মাস ধরে চলা বিচারের রায়ের আগে শেটিনোকে বেশ আবেগপ্রবণ লাগছিল।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।