ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আইএস হত্যাযজ্ঞের বধ্যভূমি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
ইরাকে আইএস হত্যাযজ্ঞের বধ্যভূমি আবিষ্কার ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাকে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সুন্নি অধ্যুষিত শহর ইয়াথরিবে এক বধ্যভূমির সন্ধান পেয়েছে ইরাকি সেনারা।

সোমবার (২৩ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রাজধানী বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে সালহ-আদ-দিন প্রদেশের এই শহরের বধ্যভূমিতে পাওয়া বেশিরভাগ লাশের গায়েই সেনা ইউনিফর্ম রয়েছে।

তবে কতগুলো লাশ রয়েছে ওই বধ্যভূমিতে, তার পরিমাণ এখনো জানাতে পারেনি ইরাকি বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করেছে তারা।

ইয়াথরিবের উত্তরে সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতকে চারদিক থেকে ঘিরে ফেলার ঘোষণার পরপরই এই বধ্যভূমি আবিষ্কারের কথা জানালো ইরাকি বাহিনী। এখনও তিকরিতের দখল ধরে রেখেছে আইএস।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ