ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফায়ারিং স্কোয়াড’ ফিরিয়ে আনছে মার্কিন অঙ্গরাজ্য ইউটাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
‘ফায়ারিং স্কোয়াড’ ফিরিয়ে আনছে মার্কিন অঙ্গরাজ্য ইউটাহ ছবি : সংগৃহীত

ঢাকা : মৃত্যুদণ্ড কার্যকরে লেথাল বা প্রাণঘাতী ইঞ্জেকশনের অভাবে এক দশকেরও বেশি সময় পর আবারো ফায়ারিং স্কোয়াডের পথে হাঁটতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্য।

সোমবার (২৩ মার্চ) এ বিষয়ে এক আইনে স্বাক্ষর করেছেন ইউটাহ রাজ্যের গভর্নর গ্যারি হার্বার্ট।



এই সিদ্ধান্তের ফলে ইউটাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র অঙ্গরাজ্য হতে চলেছে, যেখানে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হবে।

এদিকে জাতীয়ভাবে লেথাল ইঞ্জেকশনের অভাবের কারণে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও ভিন্ন পন্থা অবলম্বনের চিন্তা চলছে বলে জানা গেছে।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া লিথাল ইঞ্জেকশন প্রস্তুতকারী ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো এর বিক্রি বন্ধ করে দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে।

তবে মৃত্যুদণ্ড কার্যকরে ফায়ারিং স্কোয়াডের পুনরাবৃত্তি ইউটাহকে পেছনের দিকেই ঠেলে দেবে বলে মন্তব্য করেছে নাগরিক অধিকার সংস্থাগুলো।

তবে ইউটাহ গভর্নর গ্যারি হার্বার্ট বলেছেন, ফায়ারিং স্কোয়াড কিছুটা ঘৃণ্য হলেও এছাড়া আপাতত আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমাদেরকে ভিন্ন কোনো সমাধান খুঁজে বের করতে হবে। তবে সাজা কার্যকরে লেথাল ইঞ্জেকশেই আমাদের প্রথম পছন্দ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।