ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রভাবশালী প্রাদেশিক গভর্নরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
ইউক্রেনে প্রভাবশালী প্রাদেশিক গভর্নরের পদত্যাগ ছবি : সংগৃহীত

ঢাকা: তেল কোম্পানির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নিপ্রোপেটরোভস্ক এর গভর্নর ইহোর কোলোময়স্কি।

রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকোর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।



ইহোর কোলোময়স্কিকে ইউক্রেনের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়। তার অনুগত সশস্ত্র ব্যক্তিরা নগরীর একটি তেল কোম্পানির অফিসের দখল নেয়ার পর এ পদত্যাগের ঘটনা ঘটলো।

ওই ঘটনার পর ইউক্রেনের ক্ষমতাশালী এই গভর্নরের সঙ্গে কিয়েভ সরকারের দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে।

কোলোময়স্কির ধনসম্পদ ২ বিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হয়। তিনি পূর্বাঞ্চলীয় নিপরোপেটরোভস্ক প্রদেশে রুশপন্থি বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস এবং লুহানস্ক অঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি সরকারপন্থি ব্যাটেলিয়নের পৃষ্ঠপোষকতা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।