ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এডেনের দ্বারপ্রাণ্তে হুথি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
এডেনের দ্বারপ্রাণ্তে হুথি বিদ্রোহীরা

ঢাকা: সানা ও তৃতীয় বৃহত্তম নগরী তায়েজ দখলের পর এখন দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন দখলের দ্বারপ্রান্তে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার এডেনের নিকটবর্তী ইয়েমেনের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল আনাদ দখল করে হুথি বিদ্রোহীরা।



এই বিমানঘাঁটিটি আগে যুক্তরাষ্ট্র ব্যবহার করতো। তবে ইয়েমেনে অস্থিরতা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত সপ্তাহে এই ঘাঁটি থেকে নিজেদের সেনা ও অন্যান্য ‍উপকরণ সরিয়ে নেয় মার্কিনীরা।

গত জানুয়ারিতে রাজধানী সানা দখল করে বিদ্রোহীরা। এ সময় প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসর হাদীকে তার প্রাসাদে গৃহবন্দি রাখে বিদ্রোহীরা। তবে তিনি সেখান থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে গিয়ে তার সরকারের কার্যকক্রম পরিচালনা শুরু করেন।

তাকে সমর্থন জানিয়ে অধিকাংশ পশ্চিমা দেশ তাদের দূতাবাস সানা থেকে এডেনে স্থানান্তর করে।

এদিকে হুথি বিদ্রোহীদের ঠেকাতে জাতিসংঘ, আরব লীগ সহ উপসাগরীয় দেশগুলোর প্রতি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট। বুধবার তিনি এ আহ্বান জানান। তার এ আহ্বানের প্রেক্ষিতে ইতোমধ্যেই সৌদি আরব ইয়েমেনে হস্তক্ষেপের হুমকি দিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ