ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সোয়াইন ফ্লুতে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
ভারতে সোয়াইন ফ্লুতে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া সংক্রমিত হয়েছেন আরো ৩৩ হাজারের বেশি মানুষ।



শনিবার (২৮ মার্চ) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত সারাদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন দুই হাজার ১১ জন। এছাড়া আক্রান্ত হয়েছে আরো ৩৩ হাজার ৪শ’ ৬২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা গুজরাটে। এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে চলতি বছর জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অঞ্চলে নিহত হয়েছেন চারশ’ ২৪ জন। এছাড়া আহত হয়েছেন ৬ হাজার ৪শ’ ৬৮ জন।

গুজরাটের পরের অবস্থানেই আছে রাজস্থান। এ রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নিহত হয়েছেন চারশ’ ১১ জন। মহরাষ্ট্রে নিহতের সংখ্যা তিনশ’ ৮৫ জন।

এদিকে, মধ্য প্রদেশে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে নিহত হয়েছেন দুইশ’ ৯৬ জন। এছাড়া ওই এলাকায় আক্রান্ত হয়েছেন আরো দুই হাজার একশ’ ৭৩ জন।

এছাড়া কর্ণাটকে ৮২ জন, হরিয়ানায় ৫০ জন, পাঞ্জাবে ৫৩ জন, পশ্চিমবঙ্গে ২৪ জন, অন্ধ্র প্রদেশ ২২ জন, ছত্তিশগড়ে ২২ জন, হিমাচল প্রদেশে ২০ জন, তামিল নাড়ুতে ১৬ জন, কেরালায় ১৩ জন, দিল্লিতে ১২ জন, উত্তরাখণ্ডে ১২ জন ও জম্মু-কাশ্মীরে ৭ জন এ পর্যন্ত সোয়াইন ফ্লু’র সংক্রমণে নিহত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ