ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিবিসির মহাপরিচালককে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বিবিসির মহাপরিচালককে হত্যার হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা বিবিবি’র ডিরেক্টর জেনারেল টনি হলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এক প্রযোজককে ঘুষি মারার কারণে বিবিসি উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে বরখাস্তের পরপরই এক ই-মেইল বার্তায় টনি হলকে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গত বুধবার (২৫ মার্চ) হত্যার হুমকির বিষয়ে অভিযোগ এসেছে পুলিশের কাছে। এ বিষয়ে ওয়েস্টমিনস্টার পুলিশ তদন্ত করছে।

এদিকে, হত্যার হুমকি পাওয়ার পর থেকেই সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে আছেন টনি হল ও তার স্ত্রী সিনথিয়া। এলিট ফোর্সের একটি দল তাদের নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানা গেছে।

প্রযোজক ওইসিন টিমনকে গত ৪ মার্চ নর্থ ইয়র্কশায়ার হোটেলে একটি অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুষি মেরে বসেন উপস্থাপক জেমস ক্লার্কসন। এ কারণে ক্লার্কসনের মেয়াদ বৃদ্ধির চুক্তিতে আর স্বাক্ষর করেননি টনি হল। গত বুধবার (২৫ মার্চ) তিনি এ বিষয়ে তৈরি করা একটি চুক্তিপত্র বাতিল করে দেন।

ক্লার্কসনকে বহিষ্কারের দিনই এক ই-মেইল বার্তার মাধ্যমে টনি হলকে হত্যার হুমকি দেওয়া হয়।

এদিকে, বিবিসি’র দর্শক-পাঠক ক্লার্কসনের এ বহিষ্কারাদেশ মেনে নিতে পারেননি। তাকে কাজে পুনর্বহালে অনুরোধ জানিয়ে দশ লাখেরও বেশি মানুষের স্বাক্ষর করা একটি পিটিশন জমাও পড়েছে বিবিসি কর্পোরেশনের কাছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।