ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার কানাডার প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
রানওয়ে থেকে ছিটকে পড়লো এয়ার কানাডার প্লেন

ঢাকা: কানাডার নোভাস্কোশিয়ার হেলিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার কানাডার একটি যাত্রীবাহী প্লেন। দুর্ঘটনার পরপরই এয়ারবাস এ ৩২০ প্লেনটি থেকে ১৩২ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তবে হালকা আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে ২৫ যাত্রীকে।

টরেন্টো থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ সময় ভোর চারটায়) হেলিফ্যাক্সে অবতরণ করে এয়ার কানাডার ফ্লাইট এসি৬২৪। এ সময় একটি বিদ্যুৎ সরবরাহ খুটিতে ধাক্কা খেলে রানওয়ে থেকে ছিটকে যায় প্লেনটি।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি থেকে প্লেন ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। প্লেনটির অবতরণের সময় ওই এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছিলো বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ