ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
তিউনিসিয়ায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভে মানুষের ঢল ছবি: সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার প্রখ্যাত বারদো জাদুঘরে হামলার প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৯ মার্চ) রাজধানী তিউনিসে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়।

 
 
‘তিউনিসিয়া স্বাধীন, এখানে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই’- এমন স্লোগান ছিলো বিক্ষোভে অংশগ্রহণকারীদের মুখে মুখে।  
 
বিক্ষোভ মিছিলে কয়েকটি দেশের আমন্ত্রিত অতিথি অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন- পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কমোরভস্কি, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস।   
 
গত ১৮ মার্চ তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বারদো জাদুঘরে জঙ্গি হামলায় ১৭ বিদেশি পর্যটকসহ নিহত হন অন্তত ১৯ জন। এর পরপরই জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটির সরকার।
 
বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ