ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
জম্মু-কাশ্মীরে প্রবল বর্ষণে আকস্মিক বন্যা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারী বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত জুম্মু-কাশ্মীরে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত অঞ্চলের জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে আদেশ জারি করেছে সরকার।



রোববার (২৯ মার্চ) একটানা ভারী বর্ষণের ফলে গভীর রাতে ঝিলাম নদী উপচে শ্রীনগরসহ বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। আকস্মিক বন্যার ক্ষতি এড়াতে সোমবার (৩০ মার্চ) সকালেই এই অঞ্চলের জনগণকে নিরাপদ স্থনে সরে যেতে পরামর্শ দেয় রাজ্য সরকার।

এরই মধ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শতাধিক কর্মী বন্যা কবলিত অঞ্চলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তৎপরতাসহ সামগ্রিক বিষয় তদারকি শুরু করেছে। এছাড়া বন্যা মোকাবেলায় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

আবহাওয়া অধিদপ্তর এই অঞ্চলে আগামী ছয়দিন আরও ভারী বর্ষণের আশঙ্কা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।