ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভোটে এগিয়ে সাবেক সেনাশাসক বুহারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
নাইজেরিয়ায় ভোটে এগিয়ে সাবেক সেনাশাসক বুহারি ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নির্বাচনে এগিয়ে রয়েছেন অল প্রোগ্রেসিভ কংগ্রেস (এপিসি) নেতা ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি (৭২)। তবে পূর্ণাঙ্গ ফলাফল না ঘোষণা হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছুই বল‍া যাচ্ছেন ‍না।



গত শনিবার (২৮ মার্চ) নাইজেরিয়ায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অঞ্চলে ভোটগ্রহণ দেরি হওয়ায় রোববার (২৯ মার্চ) পর্যন্ত ভোটগ্রহণের মেয়াদ বাড়ানো হয়।

এরপর সোমবার (৩০ মার্চ) থেকে শুরু হয় ভোট গণনা। মঙ্গলবার (৩১ মার্চ) চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার কথা রয়েছে।

দেশজুড়ে এক লাখ উনিশ’ হাজার ৯শ’ ৭৩টি কেন্দ্রে, পাঁচ কোটি ৬৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ওইও, কগি, কওরা, কাতসিনা, গসুন, কানো, জিগাওয়া ও ওন্দো প্রদেশে এগিয়ে রয়েছে বুহারির অল প্রোগ্রেসিভ কংগ্রেস।

অপরদিকে, প্রেসিডেন্ট জনাথন গুডলাকের (৫৭) পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এগিয়ে রয়েছে নাসাওয়ারা, একিতি, এনুগু, আবিয়া. ইমো, আকওয়া ইবম, প্লাটু, আনাম্ব্রা ও রাজধানী আবুজায় ফেডারেল ক্যাপিটাল টেরিটরিতে (এফসিটি)।

নাইজেরিয়ার ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্ট্রোরাল কমিশন (আইএনইসি) সোমবার গভীর রাতে সেদিনের মতো ভোটগণনা স্থগিত করে। এ সময় গুডলাকের পিপলস ডেমোক্রেটিক পার্টির চেয়ে সামগ্রিকভাবে বিশ লাখ ভোটে এগিয়ে ছিলেন বুহারির অল প্রোগ্রেসিভ কংগ্রেস।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আবার ভোটগণনা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 
গত ১৬ বছর ধরে বর্তমান পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) দেশটির ক্ষমতায় রয়েছে। তবে দুর্নীতি ও নিরাপত্তা ব্যর্থতার জন্য সম্প্রতি জনাথনের সরকারের ওপর বেশ অনাস্থা পোষণ করেছেন নাইজেরিয়ানরা। নির্বাচনে সে অনাস্থারই প্রতিফলন ঘটতে পারে, নির্বাচনের আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকরা।

দীর্ঘদিন সামরিক শাসনে থাকার পর ১৯৯৯ সালে বেসামরিক শাসন ব্যবস্থায় ফেরার পর ২৮ মার্চের নির্বাচন দেশটির পঞ্চম জাতীয় নির্বাচন। এতে ১৪ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারির মধ্যেই।

২৮ মার্চের এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১৪ ফেব্রুয়ারি। কিন্তু সেসময় জঙ্গি সংগঠন বোকো হারাম নেতা আবু বকর শেকাও জাতীয় নির্বাচনকে ‘অ-ইসলামিক’ আখ্যা দিতে তা প্রতিহত করার ঘোষণা দিলে নিরাপত্তা ইস্যুতে তারিখ পেছানো হয়।

এর আগে ২০১১ সালের নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা মুহাম্মাদু বুহারির পরাজয়ের পর নাইজেরিয়ায় দাঙ্গা শুরু হয়। ওই দাঙ্গায় আটশ মানুষ নিহত হন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।