ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের মার্কেটে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের মার্কেটে আগুন ছবি : সংগৃহীত

ঢাকা: এশিয়ার কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার দিল্লির গান্ধিনগরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।



ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

এনডিটিভির খবরে বলা হয়, গান্ধিনগর মার্কেটে অনেক পোশাক কারখানা ও টেক্সটাইল ইউনিট রয়েছে।
 
স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত। এর পরপরই ঘটনাস্থলে রওয়ানা হয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
 
দমকল বাহিনীর এক কর্মী জানান, মধ্যম মানের আগুন এটি। মার্কেটের ভগওয়ান দাস ভবনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত।

খবরে বলা হয়, পুলিশ নিকটস্থ ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে। ভিড় ঠেকাতে আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।