ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধূমপানের পক্ষে বিজেপি এমপির সাফাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
ধূমপানের পক্ষে বিজেপি এমপির সাফাই রাম প্রসাদ শর্মা

ঢাকা: ভারতের ক্ষমতাশীল দল বিজেপি’র আরও এক সংসদ সদস্য (এমপি) ধূমপানের পক্ষে সাফাই গাইলেন।

রাম প্রসাদ শর্মা নামে আসামের এ সংসদ সদস্য বলেছেন, স্বাস্থ্যের উপর ধূমপানের নেতিবাচক প্রভাব নেই।



শুক্রবার (০৩ এপ্রিল) ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তামাকের পক্ষে তার সাফাইয়ের বক্তব্য প্রকাশ করেছে।

রাম প্রসাদ বলেন, ধূমপানের কারণে ক্যানসার হয় কী হয় না, এটি তর্কসাপেক্ষ বিষয়।

তিনি দাবি করেন, আমি এমন দুইজন প্রবীণ ব্যক্তিকে চিনি, যারা প্রতিদিন ৬০টি সিগারেট ও এক বোতল অ্যালকাহল পান করতেন। তাদের একজন এখনও বেঁচে রয়েছেন। অন্যজন ৮৬ বছর বয়সে মারা যান।

এর আগে, সংসদীয় প্যানেলের প্রধান ও বিজেপি এমপি দিলিপ গান্ধীর তামাক নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

দিলিপ বলেন, ভারতের কোনো গবেষণা প্রমাণ করতে পারেনি যে, ধূমপানের কারণে ক্যানসার হয়।

তার এ মন্তব্যে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। চিকিৎসক ও বিরোধী দলগুলো তার মন্তব্যের তীব্র সমালোচনা করে।

এরপর বিজেপি নেতা সায়েম চরণ গুপ্ত তামাক নিয়ে করা দিলিপ গান্ধীর মন্তব্যকে সমর্থন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিজেপি’র তৃতীয় নেতা হিসেবে তামাকের পক্ষে ছাফাই গাইলেন রাম প্রসাদ শর্মা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।